Monday , March 19 2018

সুস্বাস্থ্যের জন্য পালংশাক একটি উপকারী খাবার

পালংশাক উচ্চমানের পুষ্টিগুণসমৃদ্ধ। যখন এটি তাজা থাকে, তখন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে।

এতে প্রচুর ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও আয়রন আছে।

তাই আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস প্রতিরোধ ছাড়াও হৃদরোগ ও কোলন ক্যানসার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

পালংশাকের উপাদানগুলো ক্যানসার, বিশেষ করে ত্বকের ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে এবং এর ক্যারোটিনয়েডস ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রস্টেট এবং ওভারিয়ান ক্যানসার প্রতিরোধ করে।

এর অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যজনিত কোষের ডিগ্রেডেশন কমিয়ে তারুণ্য ধরে রাখে। পালংশাকে প্রচুর ফলিক অ্যাসিড থাকে। তা গর্ভবতীদের জন্য খুব প্রয়োজনীয়।

এ ছাড়া হাড় মজবুত করে তুলতে, শরীরের কার্ডিওভাস্কুলার সিস্টেম ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

এই শাক আয়রনের ভালো উৎস। এতে স্বাস্থ্য রক্ষাকারী উপাদান গ্লাইকোগ্লিসারলিপিড থাকে।

তা পরিপাকতন্ত্রের আবরণী রক্ষা ও এর সংক্রমণ রোধ করে।

এতে রয়েছে ভিটামিন ‘এ’, ‘সি’, ‘ই’সহ অনেক ভিটামিন ও খনিজ। তাই আমাদের দেহের পরিপূর্ণ পুষ্টি ও সুস্বাস্থ্য রক্ষার জন্য পালংশাক খুবই প্রয়োজনীয়।

জ. ই. বুলবুল, স্বাস্থ্যবিষয়ক লেখক ও গণমাধ্যমকর্মী