শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
spot_img

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু

ভোট ঘিরে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে হরতাল কর্মসূচি শুরু হয়। চলবে আগামী সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।

গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একইদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের পক্ষ থেকেও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।

সেদিন রিজভী বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এই ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে চার দফায় পাঁচ দিন হরতাল করে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ১২ দফায় ২৩ দিন সারা দেশে সড়, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করেছে তারা।

এরপর অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে আট দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নির্দলীয় সরকারের অধীনে আন্দোলনরত বিএনপি, যা গত বৃহস্পতিবার শেষ হয়।

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

জবা/এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর